বিমানের যাত্রী নামিয়ে বলা হলো বাসে যান

12
446

যাত্রীরা বিমানে করে যাচ্ছিলেন আবুধাবি থেকে পাকিস্তানের রহিম ইয়ার খানে। কিন্তু লাহোর বিমানবন্দরে এসে যাত্রীদের নামিয়ে দেন পাইলট। বিমানের পক্ষ থেকে বলা হয়, আপনারা যে যার মতো বাসে করে চলে যান। বিমান যাবে না। লাহোর থেকে রহিম ইয়ার খানের দূরত্ব ৬২৪.৫ কিলোমিটার।

এতটা পথ তাও আবার বাসে করে যেতে রাজি হননি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এ বিমান যাত্রীরা। গন্তব্যস্থলে না পৌঁছে দিলে বিমান ছেড়ে তারা এক পা-ও নড়বেন না বলে হুঁশিয়ারি দেন। যাত্রীরা বেঁকে বসেছেন দেখে কর্মীরা বিমানের এয়ার কন্ডিশন বন্ধ করে দেন। ফলে বিমানের ভেতরে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা।

যাত্রীরা অনুরোধ করেন মুলতান বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে। যেখান থেকে রহিম ইয়ার খানের দূরত্ব ২৯২ কিলোমিটার। অভিযোগ, তাতেও রাজি হননি বিমানচালক থেকে কর্মীরা।

কম দৃশ্যমানতা থাকার কারণে বিমান নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেনি বলেন জানান বিমানের পাইলট।

সূত্র : জিও নিউজ।

জেডএ/আইআই

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here