এএমডি প্রধান যোগ দিয়েছেন ইন্টেলে…

22
401

ইন্টেল প্রসেসরে যোগ দিয়েছেন এএমডির রেডিওন গ্রাফিক্সের প্রধান রাজা কদুরি। তিনি ইন্টেলের গ্রাফিক্স বিভাগে যোগ দিয়েছেন।

তার নতুন কর্ম ক্ষেত্র থেকে বলা হয়েছে, ইন্টেল প্রসেসরে থাকা জিপিউর ক্ষমতা বাড়াতে ও বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্ত করাই হবে রাজা মূল লক্ষ্য।

জিপিউর বাজার আজকাল আর গেইমিংয়ের মাঝে সীমাবদ্ধ নেই। শক্তিশালী এসব বিশেষায়িত প্রসেসরগুলো ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তায়ও ব্যবহার করা হয়ে থাকে।

ইন্টেলের কোর অ্যান্ড ভিজ্যুয়াল কম্পিউটিং বিভাগ যদি গেইমিং ও সাধারণ গ্রাফিক্সের বাইরেও তাদের জিপিউর অবস্থান শক্ত করতে চায় তাহলে বেশ কিছু নতুন পণ্য বাজারে আনতে হবে। এ চিন্তুা থেকেই রাজা কদুরিকে নিজুক্ত করেছে ইন্টেল।

দলবদলের ব্যাপারে রাজা বলেন, ইন্টেলকে আমি অনেক বছর ধরেই প্রযুক্তির অগ্রদূত হিসেবে দেখে আসছি। এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও নতুন পণ্য উপহার দিতে আমি কাজ করতে তৈরি।

বর্তমানে মূলত হালকা বহনযোগ্য ডিভাইসে আরও শক্তিশালী জিপিউ দেওয়ার দিকেই ইন্টেল জোর দিচ্ছে। এর ফলে নতুন গেইমিং ল্যাপটপ বা ট্যাবলেট আরও ব্যাটারি সাশ্রয়ী, হালকা ও ছোট হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ পিসিগেইমার

ধন্যবাদ,itdoctor24.com এর সাথেই থাকুন।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here