ভিডিও এডিটর হতে চান…? আপনার জন্য Best এই ৯টি সফটওয়্যার…

12
634

আসসালামু-আলাইকুম, আমি এম.সাদেকুর রাহমান নাহিদ। আপনারা কেমন আছেন? আশা করি আপ্নারাও ভালো আছেন। আপনারা হয়তো অনেকে graphics design, video editing পছন্দ করেন। হয়তোবা অনেকে Professonally কাজ ও করে থাকেন। সবাই হয়তো সব সফটওয়্যার ব্যাবহার করেন না। আবার অনেকে জানেনও না। তাই আজ আপনাদের সাথে কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। ফলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খুব সহজে প্রয়োজনীয় সফটওয়্যারটি কাজে লাগাতে পারবেন।

১. এই সফটওয়্যারটির  নাম Camtasia. এটি দ্বারা screen recording এর মাধ্যমে video tutorial বানাতে পারেন।

২.এই সফটওয়্যারটির  নাম Filmora-Wondershare. আপনার PC কম শক্তিশালী হলে  এটি ব্যাবহার করতে পারেন।

৩.এই সফটওয়্যারটির  নাম Adobe Premiere. এটা Adobe কম্পানির একটি  এডিটিং সফটওয়্যার। Adobe একটু জটিল এবং ভালো Configure এর PC লাগবে।

৪.এই সফটওয়্যারটির  নাম Sony-Vegas. অনেক ভালো একটি এডিটিং সফটওয়্যার। এর মাধ্যমে intro বানাতে পারবেন।

৫.এই সফটওয়্যারটির  নাম Magix-movie-edit-pro. এর দ্বারা plugin সহ সহজে ভিডিও এডিট করা যায়।

৬.এই সফটওয়্যারটির  নাম Edius. সাধারনত বিয়ে বা জন্মদিনের ভিডিও এডিটিং এর জন্য এটি বিখ্যাত।

৭.এই সফটওয়্যারটির  নাম Cyberlink powerdirector. এডিটিং সফটওয়্যার এর মধ্য color correction এর জন্য বেশ জনপ্রিয়।

৮.এই সফটওয়্যারটির  নাম Hitflim. এর মধ্যমে এডিটিং করা একটু জটিল।

৯.এই সফটওয়্যারটির  নাম Corel Video Studio. ইহাও জনপ্রিয় এডিটিং সফটওয়্যার। সহজে আপনি এডিট করতে পারবেন।

এখন কথা হল এত সফটওয়্যার কিভাবে সহজে download করবেন? চিন্তার কন কারন নাই। আপনাদের সুবিধার জন্য Crack File এর Download link সাথে দিয়ে দিলাম।

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

 

 

 

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here