রাস্তায় নেমেই দুর্ঘটনার কবলে চালকবিহীন বাস

9
399

লাস ভেগাসে রাস্তায় নামার প্রথম দিনই যাত্রী বোঝাই একটি চালকবিহীন বাস দুর্ঘটনায় পড়েছে। তবে দুর্ঘটনার সময় বাসটির গতি কম থাকায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার সময় বাসটিতে ১৫ জন যাত্রী ছিলেন।

বাসটি নির্মাণ করেছে গুগলের মালিকানাধীন কোম্পানি ওয়াইমো আর এর কম্পিউটার সিস্টেম তৈরি করেছে ফ্রান্সভিত্তিক কোম্পানি নাভ্যিয়া।বুধবার ঘটা করে এর উদ্বোধন করার দুই ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

পাবলিক ইনফরমেশন অফিসার জেস রাডকি জানিয়েছেন, গলির মধ্য থেকে একটি মালবাহী লরি বের হওয়ার সময় বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাসটিতে রয়েছে একটি কম্পিউটার মনিটর ও জিপিএস। ব্রেক প্যাডেল বা স্টিয়ারিং হুইলের জায়গায় আছে ইলেকট্রিক কার্ব সেন্সর। কম্পিউটার সিস্টেমে যে প্রোগ্রাম সেট করা হয়েছে বাসটি সেভাবেই নির্দেশ পালন করেছে।

সামনে গাড়ি দেখে ঠিক সময়ে থেমে গেছে। কিন্তু লরি চালক যথা সময়ে থামেননি। তাই দুর্ঘটনাটির জন্য লরির ড্রাইভারকেই দায়ী করা হয়েছে।

এবারই প্রথম নয় এর আগেও রাইড শেয়ারিং কোম্পানি উবার চালকবিহীন গাড়ি রাস্তায় নামানোর পর সেটি দুর্ঘটনার সম্মুখীন হয়।

২০১৫ সালে টেসলার একটি চালকবিহীন গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যুও হয়েছিলো।

সূত্রঃ বিবিসি

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here