অ্যাপেলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ

22
335
অ্যাপেলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ

প্রযুক্তি চুরির অভিযোগে অ্যাপেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক ইসরায়েলি সংস্থা। কোরফটোনিক্স নামে ওই সংস্থার দাবি, তাদের ডুয়াল ক্যামেরা প্রযুক্তি চুরি করেছে অ্যাপেল।

এই অভিযোগে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে আদালতে মামলা করেছে তেল আবিবের সংস্থাটি।কোরফটোনিক্সের দাবি, তাদের পেটেন্ট করা ডুয়াল ক্যামেরা প্রযুক্তি অনুমতি না নিয়ে আইফোন-৭ প্লাস ও আইফোন-৮ প্লাসে ব্যবহার করেছে অ্যাপেল। আবেদনে দাবি করা হয়েছে, ওই প্রযুক্তি বিক্রির জন্য অ্যাপেলের দ্বারস্থ হয়েছিলেন কোরফটোনিক্সের আধিকারিক ডেভিড মেনডেলোভিচ্। অ্যাপেলের পক্ষ থেকে প্রযুক্তিটির প্রশংসা করা হলেও এই নিয়ে সংস্থার সঙ্গে কোনও চুক্তি করেনি তারা।

অভিযোগকারীর দাবি, বিবাদ মেটাতে অ্যাপেল নিযুক্ত মধ্যস্থতাকারী কোরফটোনিক্সকে জানায়। অ্যাপেল পেটেন্ট লঙ্ঘন করে থাকলেও মামলা লড়ে পাওনা আদায় করতে লাখ লাখ টাকা খরচ হবে তাদের। লাগবে বেশ কয়েক বছর। অ্যাপেলের পক্ষ থেকে যদিও কোনও অভিযোগের প্রেক্ষিতেই জবাব মেলেনি।

 

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here