কোডিংয়ে ত্রুটির কারনে ঝুঁকিতে ১৮ কোটি ফোনের তথ্য

8
382

কোডিংয়ে ত্রুটি থাকার কারণে বিশ্বজুড়ে প্রায় ১৮ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। সিকিউরিটি ফার্ম অ্যাপথরিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

অ্যাপথরিটি জানায়, সফটওয়্যার প্রোভাইডার টোয়াইলিও ব্যবহার করা ৬৮৫ অ্যাপসে থাকা ম্যাসেজ ও কল হ্যাকারদের হাতে পড়ার ঝুঁকিতে রয়েছে। টোয়াইলিও ডেভেলপারদেরকে মূলত কমিউনিকেশন প্রটোকল ছাড়াই অ্যাপের ফিচার তৈরি করার স্বাধীনতা দেয়।

কিছু ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেইস ব্যবহার করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যগুলো অ্যাপের কোডে উন্মুক্ত অবস্থায় রেখে দেয়। এতে অ্যাপের কোড দেখেই গ্রাহকদের তথ্য চুরি করার সুযোগ তৈরি হয় হ্যাকারদের জন্য।

সিকিউরিটি ফার্ম অ্যাপথরিটির গবেষক মাইকেল বেন্টলি জানিয়েছেন, এ ত্রুটির নাম দেওয়া হয়েছে ইভসড্রপার।

তবে যে অ্যাপগুলো হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে সেগুলোর কোনো তালিকা প্রকাশ করেনি অ্যাপথরিটি। থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার টোয়াইলো ব্যবহার করে বিশ্বে প্রতিদিন ৪০ হাজার ব্যবসায়ীক প্রতিষ্ঠান যোগাযোগের কাজ করে থাকে।

সূত্রঃ রয়েটার্স ও এনগ্যাজেড।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here