কর সার্কেলেও “ইনকাম ট্যাক্স আইডি” কার্ড পাওয়া যাবে

10
417

আগামী ১২ নভেম্বরের পর কর সার্কেলে রিটার্ন দাখিল করলেও পাওয়া যাবে “ইনকাম ট্যাক্স আইডি কার্ড”। করদাতাদের আগ্রহ বিবেচনায় আয়কর মেলার পরেও কার্ড সরবাহে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার আয়কর মেলা শেষ হবে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁও শেরে বাংলানগরে এনবিআর আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়। এ মেলার প্রধান আর্কষণ “ইনকাম ট্যাক্স আইডি কার্ড”। এবারই প্রথম করদাতাদের এ স্মার্ট কার্ড প্রদান করা হয়।

রিটার্ন দাখিলের পর এক থেকে দেড় মিনিটের মধ্যে এ স্মার্ট কার্ড পাচ্ছেন তারা। কার্ড পেতে করদাতাদের মধ্যে রয়েছে আগ্রহ। অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও এ কার্ড সংগ্রহ করছেন।

আইডি কার্ডে করদাতার নাম, করবর্ষ, ই-টিআইএন নম্বর, কর সার্কেল, কর অঞ্চল উল্লেখ রয়েছে। এতে একটি কিউআর কোড আছে।

এ কোডে করদাতাদের সব তথ্য থাকছে। বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে এ কার্ড ব্যবহৃার করতে পারবেন করদাতা।এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ, মুমেন কালের কণ্ঠকে বলেন, কর দাতারা এ কার্ড পেয়ে সম্মানিত, গর্বিত বোধ করছেন। করদাতাদের এ কার্ড মেলার পরেও দেওয়া হবে। নির্দিষ্ট কর সার্কেলে গেলে রিটার্ন দাখিলের পর এ কার্ড পাবেন।

আজকে মেলা সকাল ৮টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে এনবিআর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, করদাতা-সেবা গ্রহীতাদের সুবিধার্থে মেলার বুথে যতক্ষণ করদাতারা থাকবেন ততক্ষণ রিটার্ন গ্রহণ ও সেবা প্রদান করা হবে।

জানা গেছে, আগামী ৯ নভেম্বর থেকে মেলায় বিদ্যমান সকল করসেবা কর অঞ্চলে প্রদান করা হবে। ২৪-৩০ নভেম্বর সারা দেশে সকল কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে। সেখানে মেলার পরিবেশে মেলার মতই সকল কর সেবা প্রদান করা হবে। এ সময়ও “ইনকাম ট্যাক্স আইডি কার্ড” নিতে পারবেন করদাতারা।

এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) এ আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here