‘টিকেটের জন্য চাপ ছিল বলেই সিলেটে ভালো খেলতে পারিনি’

9
346

জাতীয় দলে এখনো সুযোগ পাননি তিনি, তবে ঘরোয়া ক্রিকেটে খুবই পরিচিত মুখ পেসার আবু জায়েদ রাহি। এবারের বাংলাদেশ প্রিময়ার লিগে (বিপিএল) তিনি খেলছেন খুলনা টাইটানসের হয়ে। সিলেটের মাঠে গত দুই ম্যাচে খুব একটা ভালো খেলতে না পারলেও ঢাকা পর্বের শুরুতেই বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন এই তরুণ পেসার। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

আজ রোববার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাহি। চার ওভারের ৩৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। ঢাকায় প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স, কিন্তু সিলেটে কেন সফল হতে পারেননি? এমন প্রশ্নের উত্তরে খুলনা টাইটানসের এই পেসার অনেকটা মজারছলে বলেন, ‘আসলে আমি সিলেটের ছেলে বলে, সেখানে টিকেটের জন্য বেশ চাপ ছিল। এতেটাই চাপ ছিল, যার প্রভাব পড়েছে আমার খেলায়। তাই হয়তো সেখানে ভালো খেলতে পারিনি (হেসে বলেন)।’

এমন মঞ্চে ভালো খেলতে পারলে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সড়া পাওয়া যায়। তাই দলের জয় এবং ব্যক্তিগত সাফল্যে খুবই খুশি তরুণ এই পেসার, ‘দলের জয়ে অবদান রাখতে পারাটা সত্যিই ভালোলাগার। সবচেয়ে বেশি ভালো লাগে এমন মঞ্চে ভালো খেলতে পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া পাওয়া যায়। যা পরবর্তী সময়ে ভালো খেলতে প্রেরণা জোগায়।’

এদিন খুলনা টাইটানস ১৮ রানে জয় পেয়েছে চিটাগংয়ের বিপক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ১৭০ রান করে। জবাবে চিটাগংয়ের ইনিংস থেমে যায় ১৫২ রানে। আসরে তিনি ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। আর এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান বেশ মজবুত করেছে খুলনার দলটি। চার পয়েন্ট নিয়ে তারা  এক লাফে তৃতীয় স্থানে উঠে আসে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here