অ্যান্ড্রয়েড চালিত গাড়ি আনছে মাহিন্দ্রা

25
447

যুগের সঙ্গে তাল মেলাতে বদ্ধপরিকর ভারতীয় গাড়ি নির্মাতা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।

তাদের সবচাইতে মূল্যবান এসইউভি গাড়িগুলোতে অ্যান্ড্রয়েড অটো, ইকোসেন্স ও কানেক্টেড অ্যাপস ফিচার যুক্ত করতে যাচ্ছে। বিষয়টি অবশ্য নিশ্চিত করেছে কোম্পানিটির এক জেষ্ঠ্য কর্মকর্তা।

প্রাথমিকভাবে তাদের এক্সইউভি৫০০ এসইউভিতে ইমার্জেন্সি কলের পাশাপাশি এসব ফিচার যুক্ত করা হলেও, দ্রুতই তা টিউভি৩০০ ও স্কর্পিও সিরিজেও পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড অটো মূলত গাড়ি চালনার সময় ড্রাইভারের মনযোগ রাস্তায় রাখতে ফোনের সকল প্রয়োজনীয় অ্যাপ, যেমন ফোনকল, মেসেজিং ও গান শোনার অ্যাপগুলো গাড়ির নিজস্ব স্ক্রিন বা হেডস আপ ডিসপ্লেতে দেখিয়ে থাকে। রিসিভ করা সকল মেসেজ পড়ে শোনায় ও ব্যবহারকারীকে কথা বলে উত্তর দেয়ার সুযোগ দিয়ে থাকে।

ইকোসেন্স রাস্তার অবস্থা, ড্রাইভিং স্টাইল ও অন্যান্য তথ্য একই সঙ্গে বিশ্লেষণ করে জ্বালানি ঠিক কত কিলোমিটার পর্যন্ত যাবে ও তা বাঁচানোর টিপস দেবে। দুর্ঘটনার ক্ষেত্রে নিজ থেকেই পুলিশ ও অন্যান্য সার্ভিস ডাকার ফিচারটির নাম দেয়া হয়েছে ইমার্জেন্সি কলিং।

এসকল ফিচার ছাড়াও আরও কিছু নিরাপত্তা বাড়ানোর ফিচার নিয়েও মাহিন্দ্রায় গবেষণা চালাচ্ছে বলে জানা গেছে।

ধন্যবাদ, itdoctor24.com এর সাহথেই থাকুন।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here