আরও শক্তিশালী জুম ক্যামেরা আসছে স্মার্টফোনে

8
327

স্মার্টফোন ক্যামেরার লেন্স নির্মাতা এশিয়া অপ্টিক্যাল ও কোরিওফোটোনিকস ৫এক্স অপ্টিক্যাল জুম লেন্স তৈরি করছে।

লেন্সটি ব্যবহারের ফলে ছবির মান না কমিয়েই ফোনের মাধ্যমে পাঁচ গুন দূরের জিনিসের ছবি তোলা যাবে।

আইফোন ৭ এর মাধ্যমে স্মার্টফোনে জুমলেন্স ক্যামেরা ব্যবহারের জনপ্রিয়তার শুরু। তবে এ পর্যন্ত তা ২এক্স পাওয়ারেই সীমাবদ্ধ।

নতুন লেন্সের মাধ্যমে ব্যবহারকারীরা আরও দূরবর্তী বস্তু ছাড়াও পোর্ট্রেট মোডে আরও স্বাভাবিক বোকেহ ইফেক্ট পাবেন।

চারটি প্লাস্টিক ও একটি কাঁচের লেন্সের সম্বনয়ে তৈরি জুম লেন্সটি আগামী বছরের শেষে ফোন নির্মাতাদের হাতে পৌছাতে শুরু করবে। সেই হিসেবে ২০১৮ সালের শেষ বা ২০১৯ সালের শুরু থেকে ৫এক্স জুম সমৃদ্ধ ফোন বাজারে আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

এশিয়া অপ্টিক্যালের দাবি, তারা বছরে এক কোটি ২০ লাখ লেন্স তৈরি করতে প্রস্তুত। এটা করা গেলে মাঝারি মূল্যের ফোনেও ৫এক্স অপ্টিক্যাল জুম দেখা যাবে।

সূত্রঃ জিএসএমএরিনা

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here