এবার রোবো কুকুরের নতুন ভার্সন বের হল

    10
    421

    বস্টন ডায়নামিক্সের রোবো কুকুর ‘স্পট মিনি’ অনেক আগেই সোশ্যাল মিডিয়া কাপিয়েছে। এবার তারই অত্যাধুনিক ভার্সন লঞ্চ করল সংস্থাটি।

    এক নজরে দেখলে মনে হয়, এ যেন কল্পবিজ্ঞানের গল্পের পাতা থেকে উঠে আসা কোনো প্রাণী।

    স্পট মিনি-র লেটেস্ট ভার্সনের ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে বস্টন ডায়নামিক্স। ব্যাটারিচালিত হলুদ রংঙের রোবো কুকুরটিকে ক্যামেরার দিকে চেয়ে চলে যেতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে। তবে এই নতুন রোবো কুকুর নিয়ে মুখ খুলতে রাজি হয়নি সংস্থা।

    স্পট মিনির প্রথম ভার্সন দেখেই চমকে গিয়েছিল গোটা বিশ্ব। নেকেড ডিজ়াইনের সেই রোবো কুকুরকে নানা কসরত করতে দেখা গিয়েছিল ভিডিওতে। এবার অবশ্য অনেক ছিমছাম করে তোলা হয়েছে। হলুদ রঙের প্লাস্টিক প্যানেলে ঢেকে দেওয়া হয়েছে যন্ত্রাংশ। বস্টন ডায়নামিক্সের গবেষণাকে আর্থিকভাবে সাহায্য করছে জাপানি সংস্থা সফ্টব্যাঙ্ক।

    বিশেষজ্ঞদের অনুমান, রোবো কুকুরের বাণিজ্যিক উত্পাদনের পথে এগোচ্ছে সংস্থা।

     

     

    10 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here