মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি, ইন্টারনেট ৮ কোটি

24
440

ঢাকা: 

বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৪ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটিতে পৌঁছেছে।

সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান দিয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি’র হিসেবে, দেশে চারটি মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার।

এরমধ্যে সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৩৮ লাখ।

রবি’র সঙ্গে এয়ারটেল মিলে রবি’র গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ ১১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজার এবং রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৪১ হাজার।

অপারেটরদের দেওয়া ৯০ দিন সক্রিয় থাকা গ্রাহকদের তথ্য নিয়ে পরিসংখ্যান তৈরি করে বিটিআরসি।

এদিকে সেপ্টেম্বরের শেষ নাগাদ ইন্টারনেট গ্রাহক সংখ্যা হয়েছে ৭ কোটি ৯২ লাখ ২৭ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৩৮ লাখ ১৭ হাজার, ওয়াইম্যাক্স ৯০ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ৫৩ লাখ ২১ হাজার।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here