পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে শীর্ষে অ্যাপল

6
332

পরিধেয় ডিভাইসের বাজারে শীর্ষস্থানে রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। স্মার্টঘড়ির কল্যাণে পরিধেয় বাজারের ২৩ শতাংশ প্রতিষ্ঠানটির দখলে রয়েছে।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে শাওমি ও ফিটবিট। যুক্তরাজ্যভিত্তিক বাজার বিশ্লেষণ ফার্ম ক্যানালিসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসে অ্যাপল বিক্রি করেছে ৩.৯ মিলিয়ন পরিধেয় ডিভাইস। একই সময় চীনের প্রযুক্তি পণ‍্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বিক্রি করেছে ৩.৬ মিলিয়ন ইউনিট এবং  ফিটবিট বিক্রি করেছে ৩.৫ মিলিয়ন ইউনিট।

ক্যানালিসের এক গবেষণা প্রতিবেদনে জানা যায়, শাওমি ২১ শতাংশ ও ফিটবিট ২০ শতাংশ পরিধেয় বাজার দখল করে আছে। ৬ শতাংশ বাজার দখল করে চতুর্থ অবস্থানে আছে হুয়াওয়ে। ৫ শতাংশ  বজার দখল করে পঞ্চম অবস্থানে আছে স্যামসাং। বাকি  ২৫ শতাংশ রয়েছে অন্যান্য ব্র‍্যান্ডের দখলে।

অ্যাপল ওয়াচের তৃতীয় সংস্করণ বাজারে বেশ ছাড়া ফেলেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি  ৮ লাখ ইউনিট অ্যাপল ওয়াচ সিরিজ ৩ বিক্রি করেছে।

তবে বর্তমানে পরিধেয় বাজারের অবস্থা ভালো নয়। গত বছরের তুলনায় প্রযুক্তি বাজারে পরিধেয় ডিভাইস বিক্রি কমেছে২ শতাংশ।

সূত্রঃ জিএসএম এরিনা

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here