নতুন রূপে মজিলা ফায়ারফক্স -কোয়ান্টাম

8
360

ক্রোম ব্রাউজারের কাছে হারানো বাজার ফিরে পেতে নতুন রূপে হাজির হয়েছে মজিলা।

সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘ফায়ারফক্স কোয়ান্টাম’ নামে ব্রাউজারটির নতুন সংস্করণ উন্মোচন করেছে। এটি পূর্বের সংস্করণ থেকে ২ গুন বেশি গতিশীল বলে জানিয়েছে মজিলা।

এই সংস্করণে রয়েছে উন্নত ও নতুন ইউজার ইন্টারফেস। ব‍্যবহারকারীরা যেন সহজেই টুলবার সাজাতে পারে সেজন্য রয়েছে ‘টুলস কাস্টমাইজ’ সুবিধা।

গুগলের ক্রোম ব্রাউজার সাধারণত কম্পিউটারের অধিক মেমোরি দখল করে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে মজিলার নতুন ব্রাউজারটি। মজিলার পক্ষ থেকে বলা হয়েছে, ক্রোম ব্রাউজার থেকে ফায়ারফক্স কোয়ান্টাম ৩০ শতাংশ কম মেমোরি দখল করবে।

কোনো ওয়েবপেইজ পরবর্তীতে পড়ার জন্য সংরক্ষণ সুবিধা রয়েছে নতুন সংস্করণে। ব্রাউজারটির সাহায‍্যে ব‍্যবহারকারীরা সহজেই যে কোনো সার্চ ইঞ্জিন ব‍্যবহার করে তথ‍্য খুঁজতে পারবেন। কয়েক ক্লিকে এতে অ্যাডঅন ও থিম পরিবর্তনের সুবিধা রয়েছে। এমনকি প্রিভিউতে দেখে নিয়েও পরিবর্তন করা যাবে থিমটি।

নতুন সংস্করণে রয়েছে ডিফল্ট স্ক্রিনশট নিয়ে শেয়ার করার সুবিধা। তাই প্রয়োজনে ওয়েবপেইজের স্ক্রিনশট নেওয়ার জন্য থার্ডপার্টি অ্যাপ ইন্সটলের প্রয়োজন হবে না।

এই ঠিকানা থেকে বিনামূল্য ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করে নেওয়া যাবে।

সূত্রঃ দ‍্য নেক্সট ওয়েব

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here