ডুয়েল সিমের চমক নিয়ে আসছে আইফোন…

8
402

আইফোন ১০ এর সফলতার পরে টেক জায়ান্ট অ্যাপলের নজর এবার তাদের পরবর্তী ডিভাইসের দিকে।শোনা যাচ্ছে, ২০১৮ সালের আইফোন হবে আরও বেশি উন্নত ও সুন্দর ডিজাইনের। সেই সঙ্গে থাকবে ডুয়েল সিম ব‍্যবহার করার সুবিধা।অ্যাপল ডুয়েল সিম সুবিধা দিতে আইফোনে ব‍্যবহার করতে পারে ইন্টেলের ৫জি মডেম। গুঞ্জন উঠেছে, অ্যাপল ও ইন্টেল ইতোমধ‍্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
সম্প্রতি তাইওয়ানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-সি কুয়ো এ তথ্য জানিয়েছেন। অ্যাপলের পণ‍্য সম্পর্কে তথ‍্য ফাঁসে মিং-সি কুয়োর বিশেষ খ‍্যাতি রয়েছে।স্যামসাং, শাওমি, হুয়াওয়েসহ অন্যান্য ব্র্যান্ডগুলোর অনেক ফোনে ডুয়েল সিম সুবিধা থাকলেও আইফোনে নেই। তাই ভক্তদের অনেক দিনের দাবি অ্যাপল যেন ডুয়েল সিম সুবিধা যুক্ত করে। হয়ত এতদিন পরে ভক্তদের দাবি মানতেই অ্যাপল কাজ শুরু করেছে বলে জানায় মিং-সি কুয়ো।আরও জানা গেছে, এবছরের মতোই আগামী বছরও তিনটি আইফোন আনতে পারে অ্যাপল। ৬ দশমিক ১ ইঞ্চি মাপের মাঝারি আকারের আইফোনটিতে থাকবে এলসিডি ডিসপ্লে। বাকি দুটি আইফোনের ডিসপ্লে হতে পারে যথাক্রমে ৫ দশমিক ৮ ইঞ্চি ও ৬ দশমিক ৫ ইঞ্চি।এদিকে, বর্তমানে বাজারে এখনো তুঙ্গে রয়েছে আইফোন ১০ এর চাহিদা। কিন্তু খুচরা দোকান, ই-কমার্স সাইট বা অ্যাপল স্টোর কোথাও মজুদ নেই আইফোন ১০।
সূত্রঃ গ‍্যাজেটনাও
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

প্রয়োজনীয় হলে পোস্ট টি শেয়ার করুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here