পুরস্কার পেল লিনাক্স পাঠশালা

24
378

বিশ্বের অন্যতম ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান রেডহ্যাট লিনাক্সের কাছ থেকে পুরস্কার পেয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান লিনাক্স পাঠশালা।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত রেডহ্যাট লিনাক্স আয়োজিত ‘পার্টনারস মিট’ অনুষ্ঠানে এক্সামিনেশন রেভিনিউ বিভাগে পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে রেডহ্যাট লিনাক্সের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পায় লিনাক্স পাঠশালা। এর আগে রেডহ্যাট লিনাক্সের থেকে বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

লিনাক্স পাঠশালার প্রধান নির্বাহী নাসির উদ্দিন জানান, লিনাক্স পাঠশালায় মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হয়। এখানকার দক্ষ প্রশিক্ষকেরা লিনাক্স কোর্স ছাড়াও উইন্ডোজ, সিসকো, মাইক্রোটিক, সিকিউরিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। লিনাক্স উইন্ডোজ, ক্লাউড, ভার্চ্যুয়ালাইজেশন, ই-মেইল সিকিউরিটি, ডেস্কটপ মাইগ্রেশন টু লিনাক্স প্রভৃতি বিষয়ে কাজ করে লিনাক্স পাঠশালা।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here