বাজারে স্মার্টফোন আনছে ‘ইন্টেল’…

24
529

আবার স্মার্টফোনে ফিরছে ইন্টেল। এবার নিজেদের ডিজাইন করা প্রসেসর অন্যদের দিয়ে তৈরি করে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

ইন্টেল সাধারণত নিজেরাই প্রসেসর তৈরি করলেও মোবাইলের ক্ষেত্রে এবার তাদের প্রসেসরটি অন্যদের দিয়ে তৈরি করিয়ে নিচ্ছে।

মোবাইল বাজারে ইন্টেল প্রসেসর বিক্রিতে ইস্তফা দিয়েছে বেশ আগেই। এবার নির্মাতা স্প্রেডট্রাম ইন্টেল এয়ারমন্ট কোর ব্যবহার করে এসসি৯৮৫৩আই প্রসেসর তৈরি করছে। সঙ্গে থাকছে এআরএম মালি ৮২০ জিপিউ। অক্টাকোর প্রসেসরটি মাঝারি মূল্যের ডিভাইস লক্ষ্য করে তৈরি করা হচ্ছে।

স্প্রেডট্রাম এসসি৯৮৫৩আই মডেলের প্রসেসর দিয়ে প্রথম ফোন হতে যাচ্ছে লিয়াগু টি৫সি। ডুয়াল ক্যামেরা, ফুলএইচডি ডিসপ্লে ও ৩ জিবি র‌্যামের ফোনটির মূল্য রাখা হচ্ছে ১২৯ ডলার।

মূল্য অনুযায়ী স্পেসিফিকেশনের বিচারে ফোনটি যথেষ্ট ভালো হবে। যদি তা বাজারে নাম করতে পারে তাহলে সহজেই মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের পাশাপাশি স্প্রেডট্রাম নিজের জায়গা করে নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

ফোনটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার ইন্টেলের প্রযুক্তি হওয়ায় প্রসেসরটি x86-64 অর্থাৎ সরাসরি ডেস্কটপ উইন্ডোজ সমর্থন করে। সেক্ষেত্রে স্বল্পমূল্যের উইন্ডোজ ট্যাবলেটেও এই প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে ধরে নেয়া যেতে পারে, অ্যাটম প্রসেসর আবারো নতুন রূপে নতুন নামে ফিরে আসতে যাচ্ছে।

সূত্রঃ গিজচায়না

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here