বাংলাদেশের ই-জিপি সিস্টেম নেবে শ্রীলংকা

6
439

সরকারি কেনাকাটায় বাংলাদেশের ইলেক্ট্রনিক প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিকেই নিজেদের দেশে বাস্তবায়ন করতে চায় শ্রীলংকা।

বাংলাদেশের ই-জিপি’র নানা দিক দেখতে বর্তমানে দেশটির প্রকিউরমেন্ট কমিশনের একটি উচ্চপদস্থ দল এখন ঢাকা সফর করছে।

মঙ্গলবার এ বিষয়ে তারা সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। ইলেক্ট্রনিক কেনাকাটার মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনায় বাংলাদেশের সাফল্যের প্রশংসাও করছে সফরকারি দল।

সফরকারি দলের প্রধান ড. পালিথা ইকানায়েকে বলেন, শ্রীলংকা ই-জিপিতে যাওয়ার জন্যে অনেক দিন থেকে পরিকল্পনা করছেন। বাংলাদেশের কার্যক্রম তাদের কাজকে অনেকটাই সহজ করে দেবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সরকারের এক হাজার ৩০০ সংস্থা এখন কেনাকাটা করে যার মধ্যে এক হাজার ১৬৮টি সোমবার পর্যন্ত ই-জিপিতে নিবন্ধিত হয়েছে।

২০১২ সালে বাংলাদেশ এই পদ্ধতির কেনাকাটায় প্রবেশ করে। সে বছর ২৪ কোটি টাকার ১৪টি টেন্ডার হয়।

এখন সব মিলে ই-জিপি পদ্ধতিতে সরকারের কেনাকাটার পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

দেশীয় কোম্পানি দোহা টেক ই-জিপি পদ্ধতির কেনাকাটার এই সলিউশন তৈরি করেছে।

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here