ম্যাসেঞ্জারে পাঠানো যাবে 4K রেজুলেশনের ছবি

23
529

এখন থেকে ম্যাসেঞ্জারের মাধ্যমেই ৪কে রেজুলেশনের ছবি আদান প্রদান করা সম্ভব হবে। প্রতিটি ছবি ৪০৯৬*৪০৯৬ পিক্সেলের বেশি হলেও  অনায়াসেই তা ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠানো যাবে।

ফেইসবুক জানিয়েছে, অন্য যেকোনো রেজুলেশনের ছবি পাঠাতে যতো সময় লাগে ৪কে রেজুলেশনের ছবি পাঠাতেও ঠিক ততখানি সময়ই লাগবে। এতে ধারণা করা হচ্ছে, ছবির আকার কমিয়ে এনেই সময় কম নেওয়ার ব্যবস্থা করবে ফেইসবুক।

ব্যবহারকারীরা দীর্ঘ দিন ধরেই ফেইসবুকের কাছে উন্নত রেজুলেশনের ছবি পাঠানোর অনুরোধ জানিয়ে আসছিলো।

এতোদিন পর্যন্ত আইফোন ৮, পিক্সেল ২, পিক্সেল এক্সএল ও স্যামসাং গ্যালাক্সির নোট ৮ এর মতো ফোনগুলো দিয়েও  ম্যাসেঞ্জারে শুধু ২কে মানের ছবি পাঠানোই সম্ভব হতো।

উপরে থাকা বাম দিকে ছবিটি ২কে রেজুলেশনের। এতে টেলিফোনবুথের উপরে থাকা  লেখাটি অস্পষ্ট ও ঝাপসা দেখাচ্ছে। অন্যদিকে, ডান পাশে থাকা ছবিটি ৪কে রেজুলেশনের হওয়ায় লেখাটি স্পষ্টভাবে পড়া যাচ্ছে।

ম্যাসেঞ্জারের আপডেটটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র,কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, হংকং, ও দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের ফোনে পৌঁছাতে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের ডিভাইসেও আপডেটটি পৌঁছে যাবে।

সূত্রঃ দ্যা নেক্সট ওয়েব

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here