“শাওমি VS জিওনি” …একই অবস্থানে ছিল তারা

24
840

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি নতুন দুইটি ডিভাইস আনতে যাচ্ছে। ইতোমধ‍্যে উইবোতে ফোন দুইটির টিজার ছবি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সব কিছু ঠিক থাকলে জিওনি এফ৬ এবং এফ২০৫  নামে ফোন দুটির ঘোষণা আসতে পারে ২৬ নভেম্বর।টিজার ছবিতে দেখা যায়, ফোন দুটিতে থাকবে বেজেলহীন ফুলভিউ ডিসপ্লে, যার রেশিও ১৮ অনুপাত ৯।

এফ২০৫ ফোনটিতে থাকবে ৫ ইঞ্চি ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়াড কোর মিডিয়াটেক এমটি৬৭৩৯।

২ জিবি র‍্যারে পাশাপাশি থাকবে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। অ্যান্ড্রয়েড নোগাট ৭.১.১ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ছবি তোলার জন‍্য সামনে ৫ এবং পিছনে ৮ মেগাপিক্সেল ক‍্যামেরা মিলতে পারে।

তবে এফ৬ ফোনের কনফিগারেশন কি থাকবে এ সম্পর্কে কোনো তথ‍্য জানা যায়নি।

একটা সময় বাজারে শাওমি ও জিওনি একই অবস্থানে ছিল। তবে জনপ্রিয়তার দৌঁড়ে বর্তমানে এগিয়ে শাওমি। তাই জিওনির চেষ্টা ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ফুল ভিউ ডিসপ্লের ডিভাইস এনে বাজারে মাতাতে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির কতটুকু সফল হয় তাই দেখার বিষয়।

সূত্রঃ জিএসএমএরিনা

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here