গুগলের ওএস এর জন্য অ্যাপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

10
583

বরাবরই অ্যাপল ও গুগল স্মার্টফোন বাজারে লড়াই করে আসছে। খুব কম ক্ষেত্রেই দেখা গেছে তারা কিছু এক সঙ্গে করার চেষ্টা করছে।

এবার অ্যাপলের সুইফ্ট প্রোগ্রামিং ল্য়াঙ্গুয়েজ তাদের নতুন ফুশিয়া অপারেটিং সিস্টেম ব্যবহার করে গুগল উদাহরণ সৃষ্টি করেছে।

গুগল অ্যান্ড্রয়েডের পাশাপাশি নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে তা নতুন নয়। ফুশিয়া ওএস এখনো প্রাথমিক পর্যায় থাকলেও এটি ভবিষ্যতে স্মার্ট লাইট থেকে শুরু করে ফোন বা ট্যাবলেটেও ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে।

এমন একটি অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ তৈরি করতে ডেভেলাপাররা সচেষ্ট থাকবেন সন্দেহ নেই। সেটি আরও সহজ করার জন্যই ফুশিয়াতে গুগল অ্যাপল সুইফ্ট ব্যবহারের জন্য কিছু কোড যুক্ত করেছে।

ধরে নেয়া যেতে পারে, সরাসরি আইওএস অ্যাপকেই অল্প বদলে ফুশিয়া ওএস এ চালানো যাবে। এর ফলে শুরুতেই অ্য়াপ সংকট কাটিয়ে অপারেটিং সিস্টেমটি মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারবে।

সূত্রঃ দ্য নেক্সট ওয়েব

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here