ফেসবুক থেকে এগিয়ে টেনসেন্ট

9
512

ফেইসবুকের চেয়ে বাজারমূল্যে এগিয়ে গেল চীনের জনপ্রিয় উইচ‍্যাট অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস।

এশিয়ার প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে ৫০ হাজার কোটি বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করল প্রতিষ্ঠানটি।

বাজারমূল্যে বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান মা হুয়াতেংয়েরও সম্পদ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় কিছু সময়ের জন্য নবম অবস্থানে ছিল হুয়াতেং।

এই সময় তার পেছনে ছিল গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তবে বুধবার প্রকাশিত এই তালিকায় ১৪ তম অবস্থানে রয়েছে মা হুয়াতেং। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৪ বিলিয়ন।

টেনসেন্টের ব্যবসার খাত বেশ বিস্তৃত। প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা লিফট ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতে। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ব্যবসার খাত হলো ম্যাসেজিং অ্যাপ সেবা উইচ্যাট। বর্তমানে এর গ্রাহক সংখ্যা শতকোটির কাছাকাছি পৌঁছেছে।

চলতি বছরের প্রথমভাগে গেইম থেকে সর্বোচ্চ আয়কারী প্রতিষ্ঠানটির নাম হলো টেনসেন্ট। হার্ডওয়্যার বিক্রির দৌঁড়ে তারা সনি ও মাইক্রসফটকেও পেছনে ফেলে দিয়েছে। গেইম কোম্পানিগুলোতে বিপুল বিনিয়োগ করেই ৭৪০ কোটি ডলার আয় করেছে টেনসেন্ট।

সূত্রঃ বিবিসি

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here