২০২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট -পলক

6
561

গ্লোবাল সাইবার স্পেস ২০১৭ এর সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে শতভাগ ইন্টারনেট ও ৫০ শতাংশ মানুষ ব্রডব্যান্ড সংযোগ ব্যবহারের সুবিধা ভোগ করতে পারবে।

দিল্লীতে আয়োজিত ব্রিজিং দ্যা ডিজিটাল ডিভাইড-এমপাওয়ারিং বাই টেকনোলজি লেড ইনক্লুসিভনেস সম্মলনে প্লেনারি সেশনের আলোচনায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা বাংলাগভনেট, ইনফো সরকার-২ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং ইনফো সরকার-৩ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২০২১ সালের মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার, গবেষণা ও উন্নয়ন খাত থেকে সুনির্দিষ্টভাবে ৫ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে  বাংলাদেশ।

সম্মেলনে প্রায় ২০টি দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং ১৩৬ দেশের আলোচকরা বিভিন্ন সেশনে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে এই সম্মেলনের উদ্বোধন করেন।

এতে ভারতের ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি ও পর্যটন প্রতিমন্ত্রী আলফনস কান্নানথানম, ঘানার যোগাযোগ মন্ত্রী অশ্রুলা ওয়োসু-একুফুল ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা’র মহাপরিচালক হাওলিন ঝাও বক্তব্য রাখেন।

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here