দিন দিন বৃদ্ধি পাচ্ছে জেফ বেজসের সম্পদ!

24
512

ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের সম্পদের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে ও ব্ল্যাক ফ্রাইডের উৎসব উপলক্ষে আমাজনের শেয়ার ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। এতে শুধু  শুক্রবারেই বেজসের আয় হয় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

গত বছরের তুলনায় অ্যামাজনের শেয়ার ৫৮ শতাংশ বেশি বৃদ্ধি পাওয়াতেও বেজসের আয় হয় ৩৪ বিলিয়ন ডলার।

শুধু অ্যামাজনই নয় আরও দুটি নামীদামী প্রতিষ্ঠানের মালিক বেজস। এর মধ্যে একটি হল সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট অপরটি হলো স্পেস ট্যুরিজম কোম্পানি ব্লু অরিজিন।

চলতি বছরের জুলাই ও অক্টোবর মাসে বেজস আয়ের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে যান। তবে তিনি শীর্ষ স্থানটি ধরে রাখতে পারেননি। কয়েক ঘণ্টার মধ্যেই বিল গেটস তার পুরানো স্থানটি ফেরত পান।

এর আগে বিল গেটস ১৯৯৯ সালে ১০০ বিলিয়নের মাইলফলকটি স্পর্শ করেছিলেন।

সূত্রঃ সিএনএন

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here