জেনেনিনঃ ওরিও পাওয়া ফোনগুলো সম্পর্কে

8
470

এইচএমডি গ্লোবালের নকিয়া ৮ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ওরিও ৮ এর আপডেট পেতে শুরু করেছে।

শুক্রবার রাত থেকে নকিয়া ৮ ব্যবহারকারীদের ফোনে আপডেটটি পৌঁছাতে শুরু করে।

আপডেটটির সাইজ ১৫১৮. ১ মেগাবাইট। পরবর্তীতে ওরিও ৮ এর আপডেট পেতে যাওয়া বাকি ফোনগুলো হলো নকিয়া ২, ৩, ৫ ও ৬।

গত মাসে ফোনটিতে ওরিও ৮ এর বেটা বিল্ড সংস্করণটি ছাড়া হয়। বেটা ভার্সনটি পরীক্ষামূলকভাবে যাচাই করার জন্য কিছু ব্যবহারকারী নিজেদের ফোনে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করেছিলেন।

সেসময় দুই হাজার ব্যবহারকারী রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের ফোনে পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার করেন।

এদিকে, নকিয়া ৮ এর পাশাপাশি সনির এক্সপেরিয়া এক্সজেড ও এক্সজেডএস মডেলের  দুটি ফোনও অ্যান্ড্রয়েড ৮ আপডেট পেয়েছে।

এর ফলে ফোন দুটিতে অ্যাপ শর্টকাটস, নোটিফিকেশন ডটস, স্মার্ট টেক্সট সিলেকশন, অটোফিল এপিআই ও পিকচার ইন পিকচার ফিচার যুক্ত হবে।

সূত্রঃ অ্যান্ড্রয়েডসেন্ট্রাল ও গ্যাডেট ৩৬০ ডিগ্রি

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here