ইমেজারের ১৭ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি

25
425

হ্যাকিংয়ের শিকার হয়েছে জনপ্রিয় ছবি শেয়ারিং প্লাটফর্ম ইমেজার। বিষয়টি সম্প্রতি তাদের নজরে এলেও হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। ইমেজার কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

ব্লগপোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, হ্যাকিং আক্রমণের ফলে ইমেজার থেকে ১৭ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে। চুরি হওয়া তথ্যের মধ্যে ছিল আইডি ও পাসওয়ার্ড।

ইমেজার সাধারণত ব্যবহারকারীদের ঠিকানা বা যোগাযোগ নম্বর সংগ্রহ করে না। তাই ব্যবহারকারীদের এ সংক্রান্ত কোনো তথ্য চুরি হওয়ার সম্ভাবনা নেই। ২০১৪ সালের পুরাতন অ্যালগরিদমে হ্যাকাররা আক্রমণ চালিয়েছিল। এরপর নাম ও পাসওয়ার্ড চুরি করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রয় সেহগাল বলেন, এই হ্যাকিং আক্রমণের জন্য ব্যবহারকারীদের কাছে ইমেজার দু:খ প্রকাশ করছে। তবে গ্রাহকদের নিরাপত্তা দিতে আমরা সব সময় তৈরি। ২০১৬ সালে অ্যালগরিদমের আপডেট আনা হয়েছে।

এখন আর হ্যাকিংয়ে তথ্য চুরির আশংকা না থাকলেও  ব্যবহারকারীদেরকে দ্রুত ইমেজারের আইডি ও পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন রয় সেলগাল।

সূত্রঃ গিজমোডো

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here