সপ্তম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন

9
329

সপ্তম প্রজন্মের নতুন ল্যাপটপ এনেছে ওয়ালটন। ডব্লিউপি ১৫৭ ইউ৫ জি মডেলের ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর ৪ র‌্যাম, বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০ এবং ১ টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভ। ফ্যাশন সিরিজের ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লের ল্যাপটপে ব্যবহূত হয়েছে ২.৫ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই ফাইভ ৭২০০ ইউ প্রসেসর। ওয়ালটনের কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ লিয়াকত আলী জানান, জুন মাসে ইন্টেলের সপ্তম প্রজন্মের ল্যাপটপ প্রথম বাজারে ছাড়ে ওয়ালটন, যা ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ক্রেতা চাহিদার কথা বিবেচনা করে এবার কোর আই ফাইভ প্রসেসরযুক্ত ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে। ল্যাপটপে মাল্টি-ল্যাঙ্গুয়েজ এ ফোর সাইজ কিবোর্ডে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্টইন বাংলা ফন্ট। ফলে বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে লিখতে পারবেন। এর শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, হাই ডেফিনেশন অডিও, দুটি বিল্টইন স্পিকার, ৪টি ইউএসবি পোর্ট, নাইন-ইন-ওয়ান কার্ড রিডার, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি। ব্যাটারিসহ এর ওজন মাত্র ২.২ কেজি। দুই বছর বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৪৩ হাজার ৯৫০ টাকা। ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ওয়ালটন প্লাজা থেকে কেনা যাবে ল্যাপটপটি।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

 

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here