এক হাতে দুই হাত

14
352

প্রযুক্তির কল্যাণে এবার এক হাতেই যুক্ত হচ্ছে দুই হাতের সুবিধা! বায়োনিক প্রযুক্তি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ইউবায়োনিক সম্প্রতি নতুন ধরনের এ প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা দিয়েছে। বায়োনিক এ হাত ঠিকঠাক চালাতে ব্যবহারকারীর আঙ্গুলে যুক্ত থাকবে বিশেষ ধরনের সেন্সর। প্রতিষ্ঠানটি বায়োনিক ডাবল হ্যান্ড (দুই হাত) ব্যবহূত ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আঙ্গুলের নাড়াচাড়ায় কৃত্রিম এ হাতও নড়াচড়া করছে। তবে বায়োনিক কোনো বস্তু সুন্দর মতো ধরতে কিংবা কৃত্রিম হাতের আঙ্গুল ঠিকঠাক ব্যবহারে বেশ পারদর্শী। ইউবায়োনিক ইতিমধ্যে এ ধরনের কৃত্রিম হাত বিক্রি শুরু করেছে। একজোড়া হাতের দাম দুই হাজার ডলার। এদিকে প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম দিকে থ্রিডি প্রিন্টেড রোবটিক হাত বিক্রি শুরু করে নতুন অধ্যায়ের সূচনা করেছিল। একটি রোবটিক হাত তারা বিক্রি করে এক হাজার ৮০ ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, ইউবায়োনিকের নতুন প্রযুক্তিটি কার্যকরভাবে ব্যবহার করা গেলে দারুণ ব্যাপার হবে।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here