অ্যাপলই বানাবে আইফোনের পাওয়ার চিপ

10
321

নিজস্ব প্রসেসর, গ্রাফিক্স চিপের পর এবার আইফোনের পাওয়ার ম্যানেজমেন্ট প্রসেসরও তৈরি করবে অ্যাপল।এর ফলে আগামী বছরগুলোতে আইফোন আরও ভালো ব্যাটারি লাইফ, দ্রুত চার্জিং ও ব্যাটারির অবস্থার ব্যাপারে আরও বেশী তথ্য ব্যবহারকারীকে জানাতে পারবে।


বর্তমানে অ্যাপল ডিভাইসের পাওয়ার চিপ তৈরি করছে ডায়ালগ সেমিকন্ডাক্টর। নিজেরা পাওয়ার চিপ তৈরির সিদ্ধান্ত নিলেও ডায়ালগের সঙ্গে অ্যাপলের চুক্তি এখনি শেষ হচ্ছে না।তবে আগামী বছর অন্তত অর্ধেক আইফোনে ডায়ালগের পাওয়ার চিপ থাকবে।অ্যাপল নিজস্ব প্রসেসর অথবা জিপিউ ডিজাইন করলেও তা তৈরির দায়িত্বে থাকে তাইওয়ান সেমিকন্ডাক্টর, এবারও তার ব্যাতিক্রম নয়। তবে যেখানে অ্যাপলের পাওয়ার চিপ তৈরির মাধ্যমে তাদের বিনিয়োগ বাড়ছে, সেখানে এই সংবাদের পর ডায়ালগ সেমিকন্ডাক্টরের শেয়ারের মূল্য ১৭ শতাংশ কমে গেছে। ডায়ালগের ৭৪ শতাংশ আয় অ্যাপলের ওপরেই নির্ভরশীল।তবে এ ব্যাপারে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্রঃ ইউবারগিজমো
প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here