দাম কমেছে যেসব স্মার্টফোনের

5
369

এখন চলছে স্মার্টফোনের যুগ। বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া চলাটা আসলেই দুষ্কর। তবে সাধ ও সাধ্যের ভেতর নিজের পছন্দমত স্মার্টফোন করয় করার ক্ষমতা অনেকেরই থাকে না। চলতি বছরে লঞ্চ করা বেশ কিছু জনপ্রিয় মোবাইলের দাম অনেকটাই কমে যাচ্ছে। তাহলে এখন জেনে নিন কোন কোন স্মার্টফোনের দাম কমছে-

১। স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও স্যামসাং গ্যালাক্সি এস ৮+

কয়েক মাস আগেই বাজারে এসেছে মডেল দুটি। এরই মধ্যে অনেকটাই দাম কমিয়ে আনা হলো স্যামসাঙের এই দুটি মডেলের। দুটি মডেলের দাম কমেছে যথাক্রমে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা।

২। শাওমি রেডমি নোট ৪

শাওমির এই মডেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই মডেলটির থ্রি জিবি র‌্যাম ও ফোর জিবি র‌্যাম, দুটি ভ্যারিয়েন্টও রয়েছে।

থ্রি জিবি র‌্যামের মডেলটির দাম ১ হাজার টাকা কমানো হয়েছে।

৩। স্যামসাং গ্যালাক্সি এ ৭ ও এ ৫

এই মডেল স্যামসাং’র অত্যন্ত জনপ্রিয় দুটি মডেল। দুটি মডেলের দামই ১০ হাজার টাকা করে কমিয়ে আনা হয়েছে। এখন মডেল দুটির দাম হয়েছে যথাক্রমে ২১ হাজার থেকে ১৮ হাজার টাকা।

৪। স্যামসাং গ্যালাক্সি জে ৫ প্রাইম

এই মডেলটির ওপর ১৮০০ টাকা দাম কমিয়ে এনেছে সংস্থা

৫। মটো জি ৫ প্লাস

এই মডেলটির দাম ২ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমানে এই মডেলটির দাম বর্তমানে ১৫ হাজার টাকার কাছাকাছি।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here