||| জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল এর জন্য |||

প্রথমে আপনার মোবাইল এর CallDivert Option এ যান (VoiceCall). এরপর সেখান থেকে Divert When Busy/If busy তে চাপুন এবং Active চাপুন।

তারপর To Other Number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন।

১) GP এর জন্য 1266
২) Robi এর জন্য 8121
৩) Banglalink এর জন্য 770
৪) Airtel এর জন্য 789

এবার ফলাফলঃ

এখন থেকে যে কলারই আপনাকে কল করুক না কেন আপনি শুধু Call টা কেটে দিন। এখন যে আপনাকে Call করছে তার ১২টা বাজতে শুরু করছে। অর্থাত্‍ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গেছে। ভয় নেই আপনার টাকা কাটবেনা।

আরেকটি পদ্ধতি হলোঃ
আপনার মোবাইল এ “Screening Option” থাকলে সেখানে গিয়ে List এ বিরক্তিকর কলার নাম্বার এড করুন

ব্যাস কাজ শেষ।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here