মাইক্রোসফট কেন স্ন্যাপড্রাগন ৮৪৫ বিশেষজ্ঞ চায়!

23
412
CORRECTS TO SAY THAT MICROSOFT WILL ELIMINATE UP TO 18,000 INSTEAD OF 18,000 - This July 3, 2014 photo shows Microsoft Corp. signage outside the Microsoft Visitor Center in Redmond, Wash. Microsoft on Thursday, July 17, 2014 announced it will lay off up to 18,000 workers over the next year. (AP Photo Ted S. Warren) NYBZ117

আপাতত স্মার্টফোনের বাজার থেকে বিদায় নিলেও মাইক্রোসফট ক্ষুদ্রাকৃতির কম্পিউটার নিয়ে কাজ বন্ধ করেনি।

সম্প্রতি প্রতিষ্ঠানটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ বিষয়ে অভিজ্ঞ কাউকে চেয়ে এক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আর এতেই আবার আলোচনায় এসেছে, তাহলে কী বাজারে আবার দেখা যাবে ‘সারফেস ফোন’। অবশ্য এমন টা গুঞ্জন ইতোমধ্যে শুরুও হয়েছে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে ইন্টেল বা এএমডির এক্স৮৬-৬৪ প্রসেসরের বাইরেও চালানোর জন্য মাইক্রোসফট অনেকদিন ধরেই কাজ করছে। সম্প্রতি উইন্ডোজ মোবাইল তৈরি বন্ধ ও উইন্ডোজ ১০ এর  বিশেষ ‘এস’ সংস্করণ ঘোষণোর মাধ্যমে অনেকেই ধারণা করছেন দ্রুতই এআরএম প্রযুক্তির প্রসেসরসমৃদ্ধ ট্যাবলেট বা ফোন আকৃতির উইন্ডোজ কম্পিউটার আনতে যাচ্ছে রেডমন্ড টেক জায়ান্ট মাইক্রোসফট।

সারফেস সিরিজে এর মধ্যেই ট্যাবলেট-হাইব্রিড, ল্যাপটপ ও ডেস্কটপ বাজারে এনেছে মাইক্রোসফট।

কিছুদিন আগে পরীক্ষামূলক সারফেস মিনির অস্তিত্ব ফাঁস হয়েছে। সারফেস ফোনের গুজব চলছে এক বছরেরও বেশী সময় ধরে।আশা করা যায় আগামী বছর হয়ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ ও উইন্ডোজ ১০ এস চালিত সারফেস ফোন নিয়ে হাজির হবে মাইক্রোসফট।

সূত্রঃ গিজচায়না

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here