১০ হাজার কর্মী নিয়োগ দেবে ইউটিউব

9
385

১০ হাজার কর্মী নিয়োগ দেবে ইউটিউব। বাচ্চাদের জন্য বিপদজনক এমন ভিডিও যাচাই এবং নিয়ন্ত্রণে নজর রাখবে নিয়োগ পাওয়া কর্মীরা। সোমবার টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন গুগলের ভিডিও শেয়ারিং সাইটের প্রধান নির্বাহী সুসান ওজকিকি।

তিনি বলেন,  আমাদের নীতিমালা লঙ্ঘন রোধে ২০১৮ সালে গুগলে জনসংখ্যা বৃদ্ধিতে লোক নিয়োগ করা হবে। ফেসবুক, গুগল এবং টুইটারের সঙ্গে ইউটিউবও তাদের প্ল্যাটফর্মগুলোতে সন্ত্রাসী উপাদান এবং প্রচারণার ওপর নজরদারি চালিয়েছে।

গত মাসে ইউটিউব এক ঘোষণায় জানায়, বাচ্চাদের জন্য বন্ধুত্বপূর্ণ নয় এমন বিষয়বস্তু ইউটিউব থেকে সরিয়ে ফেলা হবে।

ইউটিউবে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট জোহানা রাইট একটি ব্লগ পোস্টে লিখেন, ‘এমনকিছু ভিডিও আছে যা শুধু বয়স্কদের জন্য উপযোগী। কিন্তু ওই ভিডিওগুলো শিশুদের জন্য ভয়ানক। তাই ওই সব ভিডিওগুলো আমরা ইউটিউব থেকে সরিয়ে ফেলার কাজ করছি। ’

গুগল মালিকানাধীন এই কোম্পানিটি সমগ্র প্রক্রিয়াটিকে সহজ করার জন্য মেশিন লার্নিং প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সরঞ্জামগুলি প্রয়োগ করবে।
বর্তমান নির্দেশিকার অধীনে ইউটিউব থেকে এরই মধ্যে  ৫০টি চ্যানেল বন্ধ এবং ৫ লাখ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here