৫১২ মেগাবাইট র‌্যামেও চলবে গুগলের সব অ্যাপ

5
448

সবাই যাতে গুগলের অ্যাপ ব্যবহার করতে পারে সেজন্য  কম দামের ডিভাইসগুলোর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ৫১২ মেগাবাইটের র‍্যাম ব্যবহৃত হয় এমন স্মার্টফোনে টেক জায়ান্টির অ্যাপ চালানো যাবে।

এ জন্য নতুন বিশেষায়িত অ্যান্ড্রয়েড সংস্করণের পাশাপাশি নিজস্ব অ্যাপের হালকা সংস্করণ ছেড়েছে গুগল।

ইদানিং উচ্চ ক্ষমতার ফ্ল্যাগশিপ ফোনের সবটুকু ক্ষমতা ব্যবহারের জন্য অ্যাপ তৈরি করার ফলে বেশিরভাগ অ্যাপই প্রসেসর ও র‌্যামের ওপর বেশ চাপ ফেলে। এতে স্বল্প শক্তির ফোনে তা খুবই বাজে পারফরমেন্স দেয়। এ সমস্যার সমাধানেই গুগলের অ্যাপগুলোর ‌’গো’ সংস্করণ তৈরি করা হয়েছে।

যে সব অ্যাপের গো সংস্করণ আসছে সেগুলো হলো-

  • ফাইলস
  • জিমেইল
  • গুগল
  • ইউটিউব
  • গুগল ম্যাপস
  • গুগল অ্যাসিস্ট্যান্ট
  • গুগল প্লে
  • জিবোর্ড
  • ক্রোম

এর মাঝে ইউটিউব গো ছাড়া বাকি অ্যাপগুলোর গো সংস্করণ এখনও উন্মুক্ত করা হয়নি।

জিবোর্ড বা ক্রোমের নতুন সংস্করণ তৈরি করা না হলেও ডাটা ও র‌্যাম বাঁচানোর ফিচার যুক্ত করা হয়েছে। সামনের দিনগুলোতে তা আরও উন্নত করা হবে।

ফাইলস গো-এর মাধ্যমে ফোনের জায়গা বাঁচানো যাবে ও ইউটিউব গো-এর মাধ্যমে ভিডিও সেইভ করা ও অন্য ইউটিউব গো সমৃদ্ধ ফোনে পাঠানো যাবে।

সূত্রঃ অ্যান্ড্রয়েড অথরিটি

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here