No tension!! নিচের টিপস গুলো ফলো করো:

তোমাদের মোট সাবজেক্ট ৭ টি(১ম+২য় ১টি ধরে)! এখন তোমার কাজ হবে–

♦১/ প্রথমে প্রত্যেকটি বিষয়ের চ্যাপ্টার গুলোকে ৩ টি ক্যাটাগরীতে ভাগ করা:-

১. একেবারে টাচ না করা,
২. এক দুই বার পড়েছো কিন্তু ফুল্লি ক্লিয়ার না এমন,
৩. একদম ক্লিয়ার চ্যাপ্টার যেকোনো প্রশ্ন পারা যায় এমন!
_________________
♦২/ তারপর ভাগ করা শেষে এবার প্রথমেই ক্যাটাগরি ১ এর চ্যাপ্টার গুলো পড়া শুরু কররবা যেন সেগুলো জানুয়ারী এর আগে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়!

♦৩/ তারপর ক্যাটাগরি ২ এর চ্যাপ্টার গুলো আবার পুরোপুরি ক্লিয়ার করবা যেন এগুলা আবার পড়তে না হয়! অবশ্যই ফেব্রুয়ারির আগে শে!

♦৪/ তারপর ফেব্রুয়ারির পর প্রতিটি চ্যাপ্টার রিভাইজ দিবা আর যত পারো মডেল টেস্ট দিবা!
তবে হ্যাঁ তার আগে যদি বই শেষ হয় তাহলে তখন থেকেই মডেল টেস্ট দিতে পারোরো!
________________
আর আপাতত এডমিশন টেস্টের চিন্তা থেকে দুরে থাকাটাই বেটার!

Good luck for HSc-2018!
পরিচিতদের মেনশন করে জানিয়ে দাও এখুনি!
#Collected

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here