পোক ফিরিয়ে আনছে ফেইসবুক

23
549

ফেইসবুকের ‘পোক’ ফিচারটি কখনোই জনপ্রিয়তা লাভ করেনি। এক পর্যায়ে পোক ফিচারটিকে সামনে থেকে সরিয়েও ফেলে ফেইসবুক। তবে নতুন করে পোক ফিরিয়ে আনতে তা প্রোফাইলের একেবারে ওপরে বাটন হিসেবে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ফিচারটির একমাত্র কাজ প্রোফাইলের মালিকের দৃষ্টি আকর্ষন করা। ফলে মেসেজ না পাঠিয়ে পোক করা কখনোই জনপ্রিয়তা লাভ করেনি।

তবে এবার পোকের পাশাপাশি আরও উইঙ্ক, ওয়েভ, হাই ফাইব বা হাগ বাটনও যুক্ত করা হতে পারে। এর ফলে মেসেজ না পাঠিয়েও মনের ভাব প্রকাশ করতে অনেকে উৎসাহিত হবেন বলে ফেইসবুক ধারণা করছে।

তবে ব্যবহারকারীরা নতুন এই বাটন যুক্ত করায় নাখোশ হয়েছেন। কারও প্রোফাইল ব্রাউজ করার সময় বা তার প্রোফাইল ছবিতে ক্লিক করার সময় পোক বাটনে চাপ পরার প্রবণতা অনেকের কাছেই মনে হয়েছে বিরক্তিকর।

পোক বা অন্যান্য বাটনগুলোর ব্যাপারে নারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। মেসেজের বাইরে এবার এসকল বাটনের মাধ্যমেও তারা হয়রানির শিকার হতে পারেন বলে অনেকেই দারি করছেন।

সূত্রঃ টেকক্রাঞ্চ

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here