আসুসের নতুন ফোন জেনফোন ভি

8
546

জেনফোন সিরিজের নতুন ফোন উন্মোচন করলো আসুস। ‘জেনফোন ভি’ নামে ফোনটিতে রয়েছে ডুয়েল ক‍্যামেরা সেটআপ।

৫.২ ইঞ্চি অ‍্যামলয়েড ডিসপ্লের ফোনটির রেজুলেশন ১৯২০×১০৮০ পিক্সেল। প্রসেসর হিসেসে রয়েছে কোয়ালকম কোয়াডকোর স্ন‍্যাপড্রাগন ৮২০ চিপসেট। গ্রাফিক্স সুবিধা দিতে আছে অ‍্যান্ড্রেন ৫৩০ জিপিইউ।

এতে রয়েছে ৪ জিবি এলপিডিডিআর৪ র‍্যাম। ৩২ জিবি ইন্টারনাল মেমোরি পাশাপাশি চাইলে ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার সুবিধা।

ছবি তোলার জন্য পেছনে রয়েছে ২৩ মেগাপিক্সেল ক‍্যামেরা ও ফ্ল‍্যাশ। যার অ‍্যাপাচার এফ২.০। এতে রয়েছে অপটিক‍্যাল ইমেজ স্ট‍্যাবিলিজেশন সুবিধা। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সল ক‍্যামেরা। ওয়াইড অ‍্যাঙ্গেল সুবিধা থাকায় গ্রুপে সেলফি তোলতে কোন ঝামেলা হবে না।

এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি, ব্লুটুথ, জিপিএস ইত‍্যাদি সুবিধা। ব‍্যাকআপ সুবিধা দিতে এতে রয়েছে ৩ হাজার মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।

ফোনটি দাম ও কবে বাজারে আসবে সেই সম্পর্কে বিস্তারিত তথ‍্য জানানো হয়নি আসুসের পক্ষ থেকে।

সূত্রঃ ফোনএরিনা

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here