লেজার প্রযুক্তিতে অ্যাপলের বড় বিনিয়োগ

23
417

অ্যাপল লেজার প্রযুক্তির জন্য ৩৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনিশারে।

ভার্টিক্যাল-ক্যাভিটি সারফেস-এমিটিং লেজারস (ভিসিএসএলস) প্রযুক্তির উন্নয়ন ও গবেষণায় এ অর্থ খরচ করা হবে।

ভিসিএসএলস মোটেও নতুন কোনো প্রযুক্তি নয়। কিন্তু স্মার্টফোনের জন্য তৈরি এর ক্ষুদ্র সংস্করণটিকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির ভবিষ্যৎ। এই প্রযুক্তির মাধ্যমে ফেইস আইডি ফিচারটি সূক্ষ্মভাবে থ্রিডি ম্যাপিংয়ের কাজ করে থাকে।

জটিল এই প্রযুক্তি ইতিমধ্যে আইফোন ১০ এর ফেইসআইডি, অ্যানিমোজি, পোর্ট্রেট মোড ও এয়ারপডের সেন্সরে ব্যবহার করা হয়েছে।

অ্যাপলের চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়াম এক বিবৃতিতে জানিয়েছেন, ভিসিএসএলস সবচেয়ে উন্নত প্রযুক্তিগুলোর একটি।

আইফোন ১০ এ থাকা ইন ডেপথ ও প্রক্সিমিটি সেন্সিং প্রযুক্তির কারণে ইলেক্ট্রনিকস উৎপাদনকারীদের মধ্যে অ্যাপলের অবস্থান এখন শীর্ষে। পুরো বিশ্বে এর আগে যতো সংখ্যক ভিসিএসএলস হার্ডওয়্যার তৈরি হয়েছে তার চেয়ে ১০ গুণ বেশি ভিসিএসএলস হার্ডওয়্যার চলতি মাসেই কিনেছে অ্যাপল।

ধারণা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বীদের হাতে যাতে এই হার্ডওয়্যার না পরে তা নিশ্চিত করতেই অ্যাপল অধিক সংখ্যক ভিসিএসএলস  কিনেছে।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here