গিগাবাইটের নতুন ৮ম জেনারেশন মাদারবোর্ড

8
338

ইন্টেলের ৮ম জেনারেশন কোর প্রসেসর সমর্থিত গিগাবাইট মাদারবোর্ড বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে স্মার্ট টেকনোলজিস।

১৯ ডিসেম্বর বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ ও গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

অনুষ্ঠানে খাজা মো. আনাস খান বলেন, মাদারবোর্ডগুলোর ইএসএস সাবরা ড্যাক, স্মার্ট ফ্যান ৫ এবং আরজিবি ফিউশনের মতো ফিচারগুলো গেমারদের জন্য সহায়ক।

এই সুপারচার্জ মাদারবোর্ডটি একটি সার্ভার-গ্রেড ডিজিটাল পাওয়ার ডিজাইন দিয়ে সজ্জিত করা হয়েছে যা ইন্টেলের ৮ম প্রজন্মের কোর প্রসেসরগুলো পুরোপুরি সমর্থন করে।

পারফরমেন্স নির্ভর, জেড৩৭০ অরাস মাদারবোর্ডগুলো ৪১৩৩ মেগাহার্টজ মেমোরি মডিউলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here