স্মার্টফোন ও ট্যাব মেলার কুইজ প্রতিযোগিতা শুরু (প্রতিযোগিতার নিয়মাবলী)

9
597

আবার বসতে যাচ্ছে দেশে স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে সবচেয়ে বড় প্রদর্শনী ও বিকিকিনির আসর ‘স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৮’।

ইতোমধ্যে মেলা উপলক্ষ্যে শুরু হয়েছে মেলার অন্যতম আকর্ষণ ‘স্মার্ট প্লে বাজ’ কুইজ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার থেকেই মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজে আয়োজনটি শুরু করেছে মেলার আয়োজক, অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার।

আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশের সবচেয়ে বড় এই আয়োজন। ছাড়, উপহার আর পছন্দের স্মার্টফোন কিনতে এসময় মেলায় তিল ধরনের জায়গা থাকে না।

এবারের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে মেলার পেইজটিতে কিছু নিয়মাবলী পোস্ট করা হয়েছে।  কুইজে অংশ নেওয়ার নিয়মগুলো হলো

১। স্মার্টফোন ও ট্যাব মেলার পেইজে এ লাইক থাকতে হবে। (https://www.facebook.com/STExpo/)
২। যে পোস্ট এর নিচে কমেন্ট করবে সে পোস্টেও লাইক থাকতে হবে।
৩। যে পোস্টটিতে কমেন্ট করবে সেটি নিজের প্রোফাইলে পাবলিক শেয়ার করতে হবে।
৪। প্রশ্ন পোস্ট হওয়ার পরে কমেন্ট বক্সে সঠিক উত্তর দিতে হবে, ৫ জন বন্ধুকে (একটিভ বন্ধু যারা ফেইক আইডি না) ট্যাগ করতে হবে।
৫। পোস্টটি সর্বাধিক পাবলিক শেয়ার করতে হবে। শেয়ার করার সময় কমেন্ট লিখতে হবে #STExpo2018
৫। একটি প্রশ্নের পোস্ট থেকে দ্বিতীয় প্রশ্নের পোস্টের মধ্যে উত্তর দিতে হবে।
৬। নিয়মাবলী বহির্ভূত যারা অংশগ্রহণ করবেন তারা বাদ পড়বেন।
৭। ফেইক ফেইসবুক আইডি ব্যাবহারকারীরা বাদ পড়বেন।
৮। একই প্রশ্নের একাধিক বার উত্তরদাতারা বাদ পড়বেন।
৯। মেলার শেষ দিন পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
১০। সর্বাধিক সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে রানডোমলি বিজয়ীদেরকে নির্বাচন করা হবে।
১১। বিজয়ীদের নাম ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮’- এর ফেইসবুক ইভেন্ট পেইজে প্রকাশ করে জানানো হবে।
১২। প্রতিযোগিতা বিষয়ে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮’ আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কুইজ প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেছ টেকনো মোবাইল।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here