উইন্ডোজ ১০ ইনসাইডার প্রিভিউয়ের নতুন ‘বিল্ড ১৭০৬৩’ সংস্করণ

23
418

উইন্ডোজ ১০ ইনসাইডার প্রিভিউয়ের নতুন বিল্ড সংস্করণ এনেছে মাইক্রোসফট। ‘বিল্ড ১৭০৬৩’ নামে সংস্করণে টাইমলাইন ফিচার আনা হয়েছে। পুরাতন লেখা উদ্ধার করা যাবে উইন্ডোজ ১০ বিল্ড সংস্করণে।

এছাড়া উন্নত কর্টানা ও পূর্বের কিছু বাগ ফিক্স করা হয়েছে।

টাইমলাইন ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা পূর্বে কোন সফটওয়্যার ব্যবহার করেছেন তা দেখতে পারবেন। এছাড়া সেই সময়ে সফটওয়্যারে কোন কাজটি করা হয়েছে তাও দেখে নেওয়া যাবে। নির্দিষ্ট সময়ে ফিরে গিয়ে সফটওয়্যারটি চালু করলে কাজটি প্রদর্শিত হবে।

ধরুন আপনি মাইক্রোসফট অফিসে সকাল ১০ টায় কোনো লেখা লিখেছেন। একই ডক ফাইল এডিট করলেন কিন্তু রাতে আবার পুরাতন লেখাটির প্রয়োজন পড়লো। টাইমলাইন ফিচারের মাধ্যমে তা সহজেই উদ্ধার করা যাবে।

এছাড়া এই আপডেটে ডিপিআই, অ্যাপ্লিকেশনের জন্য স্কেলিংয়ের উন্নয়ন করা হয়েছে। ডেভেলপারদের জন্য সংস্করণটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পূর্ণাঙ্গ সংস্করণটি কবে সব ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হবে সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

আপনি যদি উইন্ডোজ ১০ এর নতুন বিল্ড সংস্করণটি কম্পিউটারে ইন্সটল করতে চান তাহলে Visit করুন        এই ঠিকানা ।

সূত্রঃ দ্য ভার্জ

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here