ছবিতে কে? দৃষ্টি প্রতিবন্ধীদের জানাবে ফেইসবুক

23
433

একের পর এক নিত্যনতুন ফিচার  আসছে ফেইসবুকে। নতুন ফিচারটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী ফেইসবুকের ছবিতে কারা উপস্থিত আছেন তা জানতে পারবেন।

কিছুদিন আগে ফেইসবুকের এআই ট্যাগ ছাড়াও ছবিতে ব্যবহারকারীদের শনাক্ত করতে শুরু করে। প্রতিটি ব্যবহারকারীর ট্যাগ করা ছবি বিশ্লেষণ করে তাদের চেহারাকে একটি কোডে পরিণত করার মাধ্যমে কাজটি করা হয়।

এর ফলে ট্যাগ না করে কোনও ব্যবহারকারীর ছবি ফেইসবুকে কেউ আপলোড করলে সে বিষয় ব্যবহারকারীকে অবহিত করবে ফেইসবুক। তবে যারা চান না তাদের চেহারা ফেইসবুক চিনতে না পারুক হিসেবে অপশন করে ফিচারটি বন্ধ রাখতে পারবেন।

ছবিতে কারা আছে তা শনাক্ত করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জানানোর ফিচারটি তাদের বেশ কাজে আসবে বলে আশা করছে ফেইসবুক কর্তৃপক্ষ।

তবে যারা তাদের চেহারার তথ্য ফেইসবুককে দেয়া থেকে বিরত থাকবেন তারা ছবিতে থাকলেও শনাক্ত করতে পারবে না এআই।

সূত্রঃ ইউবারগিজমো

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here