বন্ধ হচ্ছে ইউটিউব পেইড চ‍্যানেল সেবা

24
331

পেইড চ‍্যানেলের ভিডিও দেখার সুবিধা বন্ধ করে দিচ্ছে ইউটিউব। চলতি বছর ১ ডিসেম্বর থেকে সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

২০১৩ সালে পেইড চ‍্যানেল সুবিধা উন্মোচন করেছিলো ইউটিউব। এতে ন্যাশনাল জিওগ্রাফিক ও সিসেমি স্ট্রিটের মতো ভিন্ন চ্যানেলগুলোর কনটেন্ট দেখতে মূল্য পরিশোধ করতে হতো গ্রাহকদের।

ইউটিউব কর্তৃপক্ষ ধারণা করেছিলো, সেবাটি জনপ্রিয়তা পাবে। কিন্তু আশানুরূপভাবে সেবাটি জনপ্রিয়তা পায়নি। তাই কর্তৃপক্ষ সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পেইড চ‍্যানেলে থাকা ভিডিওগুলো ১ ডিসেম্বরের মধ‍্যে বিনামূল‍্যে দেখার সুবিধা করে দিতে হবে। তা না করা হলে ভিডিওগুলো মুছে দিবে ইউটিউব কর্তৃপক্ষ।

তবে এই পরিবর্তনের ফলে ইউটিউব রেড সেবায় কোনো প্রভাব পড়বে না। ইউটিউবের রেড সেবা হলো বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে এক্সক্লুসিভ প্রোগ্রাম দেখার সুবিধা। সেবাটি বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে চালু রয়েছে।

সূত্রঃ ডেজনেট

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here