হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে গেলে, কাছাকাছি ব্যালেন্স নেয়ার সুবিধা
না থাকলে অথবা এ ধরনের কোনো বাধা দেখা দিলে এয়ারটেল গ্রাহকরা ধার হিসেবে নিজেদের মোবাইল ফোনে এই টাকা পেয়ে যাবে।
.
এয়ারটেল সূত্র জানায়, ১০ টাকা পর্যন্ত ধার ছাড়াও গ্রাহকরা দিনে
২৫টি ও দুই দিনে ৭৫টি এসএমএস- সুবিধা পাবে। একইভাবে দিনে ১০ এমবি ও তিন দিনে ২০ এমবি ইন্টারনেট সেবাও ধার হিসেবে পাওয়া যাবে।
.
ধার পেতে ইউএসএসডি কোড *১৪১# (এয়ারটেল গিফটিং সার্ভিসের মাধ্যমে), *১৪১*১০# (সরাসরি) ডায়াল অথবা আইভিআর-এ ২০১৪১ ফোন করে এয়ারটেল গ্রাহকরা এ সেবা পাবে।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here