কি ভাবে Android থেকে iphone ডাটা ট্রান্সফার করে

12
330

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি দেখাবো কি ভাবে Android থেকে iphone ডাটা ট্রান্সফার করে

প্রথমে আপনারা একেবারে আপডেট SHAREit এপটি আপনার আইফোন এবং এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন।

ধরে নিলাম আপনি আপনার এন্ড্রয়েড থেকে আইফোন এ ফাইল ট্রান্সফার করবেন।

তাহলে প্রথমে আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে যে ফাইলটি পাঠাবেন তা সিলেক্ট করে SHAREit এর মাধ্যমে শেয়ার এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখবেন।

এবার Apple লেখাটায় ক্লিক করুন। ক্লিক করলে নিচের ছবির মত একটি হটস্পট লিংক আপনার জন্য তৈরি হবে।

এবার আপনার আইফোনের SHAREit ওপেন করে রিসিভ এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখবেন।

ভয় পেয়ে গেলেন নাকি?  ভয় পাবার কিছু নাই। এখন আপনার কাজ হচ্ছে আপনার আইফোনের সেটিংস এ ক্লিক করে ওয়াইফাই চালু করা। চালু করার পর দেখবেন একটা লিংক দেখাবে (যেটা এন্ড্রয়েড SHAREit আপনার জন্য তৈরি করেছিল। ) এবার লিঙ্কের সাথে কানেক্ট করুন নিচের ছবির মত।

এবার আপনার এন্ড্রয়েড এর SHAREit এপে আপনার আইফোনের SHAREit শো করবে। নিচের ছবির মত।

এখন শুধু আইকনটাতে ক্লিক করুন আর ইচ্ছেমত ফাইল ট্রান্সফার করুন।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here