ব্লাড প্রেশার মাপুন আপনার Android ফোন দিয়ে!!!!!!

11
280

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি দেখাবো কি ভাবে Android মোবাইল দিয়ে ব্লাড প্রেশার মাপ হয় ।

আজ কাল কোন রোগ হলেই আমরা ব্লাড প্রেশার মাপার জন্য ডাক্তারের নিকট ছুটি। আবার তিনি কিন্তু এ কাজ বিনা পয়সায় করে দেন না। আজ আমি আপনাদের জানাব কিভাবে বিনা পয়সায় আপনার Android ফোন দিয়ে ব্লাড প্রেশার মাপা যায়। কি বিশ্বাস হচ্ছে না। প্রথমে আমার হয়নি। কিন্তু কয়েক জনের ব্লাড প্রেশার পরীক্ষা করার পর শিয়র হলাম। এই কাজটা করার জন্য প্রথমেই আপনাকে নিচের লিঙ্ক থেকে সফটা ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড লিঙ্ক

তারপর সেটআপ দিন। এবার সফটা রান করুন। তারপর বর্গাকার যে ঘর আসবে সেটার ভেতর আপনার বৃদ্ধা আঙ্গুলটি রাখুন। কিছুক্ষণ আপেক্ষা করুন। এবার আপনার ব্লাড প্রেশার এবং পালস আপনার Android ফোনে দেখাবে।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

 

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here