১৫ টার বেশি সিম থাকলে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি মোবা্ইল অপারেটর কাছে নিষ্ক্রিয় করার নির্দেশ

9
363

আসসালামু আলাইকুম।

কোনো গ্রাহকের হাতে ১৫টির বেশি মোবাইল সিম বা রিম থাকলে তাদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিজের উদ্যোগে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে বলেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এক নির্দেশনায় বলা হয়, একজন গ্রাহকের প্রি-প্রেইড, পোস্ট-পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে সিম/রিম-এর সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়েছে। এখন থেকে উক্ত সীমার বাইরে কোনো গ্রাহক (কর্পোরেট গ্রাহক ব্যতীত) সিম/রিম নিবন্ধন করতে পারবেন না।
ইতোমধ্যে যে সকল গ্রাহক উক্ত সীমা অতিক্রম করেছেন সে সকল গ্রাহকদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়অর সেন্টারে নিজে হাজির হয়ে যথাযথ প্রকিয়া অনুসরণ করে অতিরিক্ত সিম/রিম নিস্ক্রিয় করতে হবে।

গ্রাহক ওই সময়ের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্তি সিম নিষ্ক্রিয় না করলে কমিশন পরে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে সেগুলোর নিবন্ধন বাতিল ও বন্ধ করে দেবে।

সেক্ষেত্রে গ্রাহকের প্রয়োজনীয় সিমও বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে ওই নোটিসে।

গ্রাহকদের সিম/রিমের সংখ্যা এবং নম্বর জানতে বিনামূল্যে *১৬০০১# এই নম্বরে ডায়াল করতে বলা হয়েছে।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here