আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা Ridmic keyboard এর ভিতরের font কালার নিজের ইচ্ছা মতো চেন্জ করবেন। এ কাজ টি করতে হলে দরকার হবে apk editor এবং ridmic keyboard। যাদের আছে তাদের তো আছেই। যাদের নেই তারা সফটওয়্যার ২টা play store থেকে download করে নিবেন। এখন apk editor অপেন করুন। তাপর select apk from app এ ক্লিক করে ridmic keyboard সিলেক্ট করবেন। তারপর Full edit এ ক্লিক করবেন
তার পর Files এ ক্লিক করবেন তারপর res এ ক্লিক করবেন।
.
তারপর নিচে দিকে এগিয়ে দেখেন values নামে একটা ফোল্ডার আছে ওখানে ক্লিক করবেন
এবার অনেক গুলো xml দেখতে পাবেন সেখান থেকে
Colors.xml এ ক্লিক করবেন।
.
তার পর অনেক গুলো কালার দেখতে পারবেন
এবার সবগুলোর উপর ক্লিক করে নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এভাবে R, G,B,Aএই চারটিতে ক্লিক করে কালার পাল্টাতে হবে।
.
ব্যাস কাজ শেষ।এবার Build অপসনে ক্লিক করে SAVE করে নিন। SAVE হয়ে গেলে install দিন এবার ওপেন করে দেখুন Font কালার চেন্জ হয়ে গেছে।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

20 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here