রেলওয়ের ফাইবার ব্যবহার করবে “রবি”

23
320

বহুদিনের প্রচেষ্টার পর জাতীয় সম্পদ রেলওয়ের অপটিক্যাল ফাইবারে গ্রামীণফোনের একচ্ছত্র ভাঙছে।

এখন থেকে গ্রামীণফোনের সঙ্গে রবিও রেলওয়ের ফাইবার ব্যবহার করতে পারবে। রবি রেলওয়ের ৪১২ কিলোমিটার ফাইবার সরাসরি ব্যবহার করতে পারবে। বিষয়টি নিয়ে রেলওয়ের সঙ্গে রবির একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

কিছুদিন আগে রেলওয়ে ৪১২ কিলোমিটারের জন্যে দরপত্র আহবান করে এবং রবি সেই দরপত্রে সাড়া দিয়ে চুক্তি স্বাক্ষর করল। তবে এর বাইরেও আরও ১ হাজার ৬০০ কিলোমিটারের ফাইবার আছে যেটার মালিকানা রেলওয়ের কিন্তু আইনগত জটিলতার কারণে তা গ্রামীণফোনের কাছেই থেকে যাচ্ছে।

পরের ধাপের ১ হাজার ৬০০ কিলোমিটারের জন্যে গ্রামীণফোন রেলওয়ের পুরনো ফাইবার বদলে নতুন করে ফাইবার স্থাপন করে। তখন চুক্তি হয় এই ফাইবার তারা এক্সক্লুসিভলি ব্যবহার করবে।

এর বাইরে রেলওয়ের পুরো ফাইবার অপটিক ক্যাবলের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রামীণফোনের। ১৯৯৭ সালে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে ২০ বছর মেয়াদি চুক্তি হয়েছিল। কিন্তু পরে ফাইবার পরিবর্তনের সময় নতুন চুক্তি হয়।

এদিকে অন্য অপারেটগুলোর দাবির মুখে ২০১৬ সালে সরকার রেলওয়ের ফাইবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়।

রেলওয়ের এই ফাইবার পাওয়ার পর রবির নেটওয়ার্কিং পরিস্থিতি আগের চেয়ে একটু হলেও ভালো হবে। মোবাইল ফোন অপারেটরগুলোর মধ্যে এতোদিন রবির হাতেই সবচেয়ে কম অপটিক্যাল ফাইবার ছিল।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here