আপনার computer ছেলে না মেয়ে । কি ভাবে দেখবেন চলুন

22
338
secure-windows-computer

আসসালামু আলাইকুম,

আপনার computer ছেলে না মেয়ে আমি যদি বলি দুটোই আছে। শুনতে খুব অবাক লাগছে হ্যা এটাই সত্যে। অনেক দিন দেখছি “আমার Computer ছেলে না মেয়ে ” এই বিষয়ে বিভিন্ন blog এ বিভিন্ন টিউন দেখেছে । কিন্তু আমি বলব আপনারা এতদিন ধরে যা জেনে এসেছেন সব ভুল সেটা আমি প্রমান করে দেবো।

আপনার computer ছেলেও না এবং মেয়েও না । Computer এর এই ছেলে বা মেয়ের voice টা আমরা খুব সহজেই change করতে পারি।

প্রথমে Notepad খুলে  CreateObject(“SAPI.SpVoice”).Speak”i love you”   এই code টুকু copy করে paste করুন এবং তা Desktop এ save করুন file.vbs নামে। এইবার এটির উপর ডবল ক্লিক করুন, এখন আপনি ছেলে বা মেয়ে যে কোন একটি কণ্ঠ শুনতে পাবেন ।

এবার আমি আপনাদের দেখাব এই Voice টা কিভাবে change করতে হয় । ( বি.দ্র.-এটা আমি windows xp তে করে দেখাচ্ছি এইভাবে আপনারা windows এর যে কোন version এ চেষ্টা করে দেখতে পারেন)

– প্রথমে Start menu তে click করুন ।

– তারপর Control Panel এ যান ।

– এরপর Switch to Classic View আথবা Sound,Speech, and Audio Devices এ click করুন -এরপর Speech বলে একটি Option দেখতে পাবেন ওতে ডবল click করুন।

-Speech এ click করার পর Speech properties বলে একটি নতুন Window open হবে  নিচের মতো।

-এরপর “Text to Speech” Tab এ click করুন আর “Voice Selection” থেকে ইচ্ছা মতো select করে “Ok” বাটনে click করে দিন ।

এরপর পূর্বে তৈরি করা  (file.vbs ) File টিতে ডবল click করুন আর বলুন ভিন্ন কণ্ঠ শুনতে পারছেন কিনা ।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here